জেলা প্রতিনিধি, গাইবান্ধা :
গাইবান্ধার সাঘাটা উপজেলার যমুনা নদীতে গোসল করতে গিয়ে ৩ বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে- রংপুর শহরের বাবু পাড়া এলাকার ৩ বোন ঈদের ছুটিতে সাথালিয়া গ্রামে তাদের আত্মীয় পার্থ মিয়ার বাড়ীতে বেড়াতে আসে। ঘটনার দিন গত মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় ৩ বোন উপজেলার চিনিরপটল গ্রামে যমুনা নদীতে নৌকা যোগে চরে ঘুরতে যায়। এক পর্যায়ে তারা নৌকা থেকে নদীতে গোসল করতে নামে। পরে এক বোন ডুবে গেলে অপর বোন তাকে উদ্ধার করার চেষ্টা করে সেও ডুবে যায়। এ পরিস্থিতি দেখে অপর বোন তাদেরকে উদ্ধার করতে চেষ্টা করতে গিয়ে সেও ডুবে যায়। ঘটনাটি জানাজানি হলে প্রথমে স্থানীয়রা ও পরে সাঘাটা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৩ বোনকে উদ্ধার করে সাঘাটা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃত ৩ বোন হলেন- রংপুর শহরের বাবু পাড়া এলাকার মৃত সেলিম উল্যা হকের কন্যা সারা হক প্রীতি (২০) ও সওদা হক ঋতু (১৯), একই এলাকার মৃত রানা মিয়ার কন্যা অনামিকা সারোয়ার ফাতেমা (২০)।
সাঘাটা ফায়ার সার্ভিস ইনচার্জ আব্দুল হামিদ ৩ বোনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি