November 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 1st, 2023, 10:13 pm

সাজা কমল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকসিনের

অনলাইন ডেস্ক :

কারাগারে থাকা থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সাজা কমিয়েছেন দেশটির রাজা। শীর্ষস্থানীয় এই ধনকুবেরের আট বছরের সাজা কমিয়ে এক বছরে আনা হয়েছে। অর্থাৎ, থাকসিনের সাত বছরের সাজ মওকুফ করা হয়েছে। শুক্রবার (১লা সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি। থাকসিন সিনাওয়াত্রার সাজা কমানো নিয়ে এক বিবৃতিতে থাইল্যান্ড সরকার বলে, ‘আজ রাজা মহা ভজিরালঙ্কম থাকসিনের সাজায় কাটছাঁট করেছেন। তার সাজা সাত বছর কমিয়ে এক বছর করা হয়েছে।’স্বেচ্ছায় ১৫ বছর নির্বাসনে থাকার পর গত ১৫ আগস্ট থাইল্যান্ডে ফেরেন থাকসিন। বিমানবন্দর থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনটি অভিযোগে আদালত থাকসিন সিনাওয়াত্রাকে আট বছরের সাজা দিয়েছিলেন। আসামির অনুপস্থিতিতে থাকসিনের বিরুদ্ধে সাবেক শিন কর্প প্রতিষ্ঠান সংশ্লিষ্ট মামলা এবং একটি ব্যাংক ঋণ ও একটি লটারির মামলার বিচারের রায়ে এই শাস্তি দেওয়া হয়। সাজা কমানোর জন্য ৭৪ বছর বয়সী এই ধনকুবের রাজ ক্ষমা চেয়ে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে থাই রাজা তার সাজা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।