চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনায় তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খাগরিয়ার জোড়ার কুল এলাকায় নৌকার প্রার্থী আক্তার হোসেন ও মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ শিবলী নোমান জানান, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুপুরে খাগরিয়া ইউনিয়নে জোড়ার কুল এলাকায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। ইতোমধ্যে পুলিশ পাঠানো হয়েছে। বেশ কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি। তবে সঠিক সংখ্যা এখনই জানাতে পারছি না। ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানাতে পারবো।
এর আগে গতকাল সাতকানিয়ার ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১৮ জন চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিস্কার করেছে দক্ষিণ জেলা আওয়ামী লীগ।
উল্লেখ্য, সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
—-ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি