নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে স্নাতক প্রথমবর্ষের (২০২০-২১) ক্লাস শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-২) মুনসী শামস উদ্দীন আহম্মদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ক্লাস আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হবে। ক্লাস শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। এদিকে সশরীরে ক্লাস শুরুর বিষয়ে সরকারি বাধ্যবাধকতা না থাকলে অনলাইনেই ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার। এর আগে সোমবার সাত কলেজে ভর্তির চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগইন করে চূড়ান্ত মনোনয়নের এ তালিকা দেখতে পারবেন। ভর্তি নির্দেশনায় বলা হয়েছে, চূড়ান্ত তালিকায় মনোনীত শিক্ষার্থীদের আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে ভর্তির অবশিষ্ট টাকা দ্বিতীয় কিস্তির মাধ্যমে পরিশোধ করতে হবে। দ্বিতীয় কিস্তির টাকা জমা নেওয়ার ক্ষেত্রে প্রথম কিস্তির জমা টাকা স্বয়ংক্রিয়ভাবে তাতে সমন্বয় করা হবে। এছাড়াও দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধের পর রশিদে উল্লিখিত নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে সশরীরে হাজির হয়ে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।
আরও পড়ুন
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
কমতে শুরু করেছে কুড়িগ্রামের নদীর পানি, ভাঙন আতঙ্কে মানুষ
দিনাজপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২