March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 27th, 2021, 8:03 pm

সাদা পোশাককে বিদায় জানালেন মঈন আলী

অনলাইন ডেস্ক :

রঙিন পোশাকে আইপিএল খেলার মাঝেই সাদা পোশাককে বিদায় জানিয়ে দিলেন ইংলিশ অল-রাউন্ডার মঈন আলী। সোমবার ৩৪ বছর বয়সী অফ স্পিনিং অলরাউন্ডার আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। ক্রিকইনফো জানিয়েছে, কোভিড পরিস্থিতিতে লম্বা সময় পরিবার থেকে দূরে থাকার ব্যাপারটি ৬৪ ম্যাচে ২ হাজার ৯১৪ রান ও ১৯৫ উইকেট শিকারী মঈনের অবসরের ভাবনাকে প্রভাবিত করেছে। বিদায়ী ঘোষণায় মঈন আলী বলেছেন, ‘টেস্ট ক্রিকেট অসাধারণ। একটি ভালো দিন কাটালে অন্য যে কোনো সংস্করণের চেয়ে বেশি ভালো লাগে, বেশি তৃপ্তিদায়ক এবং মনে হয়, সত্যিই এটি অর্জন করে নিতে হয়েছে। টেস্ট ক্রিকেট উপভোগ করেছি, কিন্তু কখনও কখনও লড়াইয়ের তীব্রতা এখানে অনেক বেশি এবং আমার মনে হয়, যথেষ্ট করেছি এবং যা করেছি, তা নিয়ে আমি খুশি ও সন্তুষ্ট।আমার বয়স এখন ৩৪, যতদিন সম্ভব খেলে যেতে চাই ও নিজের ক্রিকেট ¯্রফে উপভোগ করতে চাই।’ ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে লর্ডসে অভিষেক হয়েছিল মঈনের। দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়ে নিজেকে জানান দেন। মঈন আরও বলেন, ‘সতীর্থদের সঙ্গে মাঠে নামা, স্নায়ুর চাপকে সঙ্গী করে বিশ্বের সেরাদের বিপক্ষে লড়াই আমি মিস করব। বোলিংয়ের দিক থেকে, নিজের সেরা বলে যে কাউকে আউট করতে পারব, এই অনুভূতিটাকে মিস করব। পিটার মুরস ও ক্রিস সিলভারউডকে ধন্যবাদ জানাচ্ছি কোচ হিসেবে থাকার জন্য। কুকি (অ্যালেস্টার কুক) ও রুটির (জো রুট) নেতৃত্বে খেলে উপভোগ করেছি, আশা করি তারাও আমার খেলায় খুশি হয়েছে।’