November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 24th, 2023, 7:52 pm

সাদা বলের সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল

২০১৬ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দল।

মূলত ২০২১ সালের সেপ্টেম্বর ও অক্টোবরে নির্ধারিত এই সফরটি কোভিড-১৯ মহামারির কারণে স্থগিত করা হয়েছিল। এই সফরে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি-টোয়েন্টি) ম্যাচ ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ২০২২ সালের ডিসেম্বরে বলেছিলেন যে তিনি বাংলাদেশে বিশ্ব চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেয়ার জন্য আগ্রহী, এমন একটি দেশ যেখানে তারা ২০১০ সালের পর থেকে কোনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি। তিনি স্বাগতিকদের কাছ থেকে একটি চ্যালেঞ্জিং প্রতিযোগিতা আশা করেন।

আগামী ১ মার্চ থেকে ঢাকায় শুরু হতে যাওয়া সিরিজের জন্য এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজে বাংলাদেশের নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই সিরিজে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করবেন চন্ডিকা হাথুরুসিংহে। রাসেল ডোমিঙ্গোর বিদায়ের পর দুই বছরের জন্য হাথুরুসিংহেকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। হাথুরুসিংহে ক্রিকেটের তিন ফরম্যাটের দায়িত্বে থাকবেন এবং দলের সঙ্গে তার ভালো কাজ চালিয়ে যাওয়ার আশায় বাংলাদেশে ফিরে আনন্দ প্রকাশ করেছেন।

আগামী ১ ও ৩ মার্চ ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম দুই ওয়ানডে এবং ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। সবগুলো ওয়ানডে শুরু হবে স্থানীয় সময় দুপুর আড়াইটায়।

আগামী ৯ মার্চ চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ। ১২ ও ১৪ মার্চ ঢাকায় আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সব ধরনের টি-টোয়েন্টি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।

—ইউএনবি