April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 16th, 2022, 9:28 pm

সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাত জাতির ষষ্ঠ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ-২০২২-এর সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

শুক্রবার বিকালে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে (রঙ্গশালা) প্রথম সেমিফাইনালে দুর্দান্ত এই জয় তুলে আনে বাংলাদেশ।

এদিনের খেলার প্রথমার্ধেই ৪-০ গোলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে বাংলাদেশ দল।

ভারতের শিলিগুড়ি শহরে ২০১৬ সালে অনুষ্ঠিত সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের পর এটি বাংলাদেশের জন্য দ্বিতীয় ফাইনালের সূচনা।

বাংলাদেশ মহিলা দল ১৯ সেপ্টেম্বর পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত এবং স্বাগতিক নেপালের বিপক্ষে ফাইনাল খেলবে।

ভারত ও নেপাল আজ (শুক্রবার) বাংলাদেশ সময় ৫টা ৪৫ মিনিটে দ্বিতীয় সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হবে।

শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের আধিপত্য ধরে রেখে বাংলাদেশ একটি নিশ্চিত জয় লাভ করেছে। অন্যদিকে ভুটান ভালো কোন চেষ্টা করতেও ব্যর্থ হয়েছে।

সেমিফাইনালে বাংলাদেশের পক্ষে অধিনায়ক সাবিনা খাতুন তিনটি গোল করে হ্যাটট্রিক করেন। এছাড়া সিরাজ জাহান স্বপ্না, কৃষ্ণা রানী সরকার, রিতু পর্ণা চাকমা, মাসুরা পারভিন ও তহুরা খাতুন একটি করে গোল করেন।

প্রতিপক্ষের গোলরক্ষককে (১-০) এড়িয়ে ম্যাচের দ্বিতীয় মিনিটে বাংলাদেশের হয়ে প্রথম গোল করেন সিরাজ জাহান স্বপ্না।

অধিনায়ক সাবিনা খাতুন ২৮ মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল করেন মারিয়া মান্দার পাসে (২-০) এবং কৃষ্ণা রানী সরকার ৩০ মিনিটের মাথায় (৩-০) তৃতীয় গোল করেন। এর পাঁচ মিনিট পর বদলি খেলোয়াড় রিতু পর্ণা চাকমা বাংলাদেশের পক্ষে চতুর্থ গোলটি করেন (৪-০)।

থেমে থাকেনি সাবিনার গোল বন্যা। আবারো ৫৩ মিনিটের মাথায় সাবিনা খাতুন তার দ্বিতীয় এবং বাংলাদেশের পক্ষে ৫ম গোলটি করেন (৫-০)।

৫৬ মিনিটের মাথায় মাসুরা পারভিন আরও একটি বল গোলপোস্টের জালে জড়িয়ে ৬ষ্ঠ গোল করেন (৬-০)।

বদলি খেলোয়ার তহুরা খাতুন ৮৭ মিনিটে ৭ম গোলটি করেন (৭-০)।

গত শনিবার পাকিস্তানের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক করেছিলেন অধিনায়ক সাবিনা খাতুন। আজকের ম্যাচের শেষ সময়ে তার তৃতীয় এবং বাংলাদেশ দলের পক্ষে অষ্টম গোল করে তার দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা।

এর আগে, বাংলাদেশ টানা তিন ম্যাচে পূর্ণ নয় পয়েন্ট অর্জন করে ‘গ্রুপ-এ’ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

সেমিফাইনালে যাওয়ার পথে, বাংলাদেশ প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে পরাজিত করে; দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৬-০ গোলে পরাজিত করে এবং গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতীয় জাতীয় মহিলা দলের বিপক্ষে ৩-০ এর বিশাল ব্যবধানে জয় পায়।

—ইউএনবি