March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 16th, 2023, 7:52 pm

সাবেক আফগান নারী সংসদ সদস্যকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের রাজধানী কাবুলে সাবেক এক নারী সংসদ সদস্যকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় তার এক দেহরক্ষীকেও গুলি করে হত্যা করা হয়। আহত হয়েছেন তার ভাই ও আরেক নিরাপত্তারক্ষী। স্থানীয় সময় রোববার বেলা ৩টার দিকে গুলি চালানো হয় বলে জানান স্থানীয় পুলিশপ্রধান মৌলভি হামিদুল্লাহ খালিদ। তিনি বলেন, নবীজাদার ভাই ও দ্বিতীয় নিরাপত্তারক্ষী আহত হয়েছেন এবং তৃতীয় নিরাপত্তারক্ষী টাকা ও গয়না নিয়ে পালিয়ে গেছেন। তবে হত্যাকা-ের সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে তিনি মন্তব্য করেননি। সোমবার (১৬ জানুয়ারী) দেশটির পুলিশের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওই সংসদ সদস্যের নাম মুরসাল নবীজাদা। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারে সংসদ সদস্য ছিলেন। তালেবান ক্ষমতা গ্রহণের পর কাবুলে থেকে যাওয়া কয়েকজন নারী সংসদ সদস্যের মধ্যে তিনি একজন। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান রোববার বলেছেন, নবীজাদার বাড়িতে তাকে ও তার এক দেহরক্ষীকে বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এ ঘটনার তদন্ত শুরু করেছে। নবীজাদা ২০১৯ সালে কাবুলের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হন। তিনি সংসদীয় প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন এবং বেসরকারি গোষ্ঠী মানব সম্পদ উন্নয়ন ও গবেষণা ইনস্টিটিউটে কাজ করেছিলেন।