November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 1st, 2022, 3:50 pm

সাবেক এমপি আব্দুল জব্বারের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

যারা দলের দুর্দিনে ত্যাগ স্বীকার করেছেন তারাই ছিলেন দলের প্রকৃত নেতা। আব্দুল জব্বারের মতো সৎ, নির্ভিক, কর্মী বান্ধব ও নিঃস্বার্থ একজন কর্মী আজকের দিনে বিরল। আব্দুল জব্বার রাজনীতি করেছেন লোভ লালসার ঊর্ধ্বে থেকে। তিনি গণমানুষের নেতা ছিলেন। তাই বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্নেহধন্য, কুলাউড়ার সাবেক এমপি মরহুম আব্দুল জব্বারকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করেছেন। ৩১ আগস্ট বুধবার কুলাউড়া উপজেলা প্রাঙ্গণে অবস্থিত জেলা পরিষদ অডিটরিয়ামে আব্দুল জব্বার স্মৃতি সংসদের আয়োজনে মরহুম আব্দুল জব্বারের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিভিন্ন বক্তারা এসব কথা বলেন।

স্মৃতি সংসদের সভাপতি মরহুমের পুত্র প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো: আবু জাফর রাজুর সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাহমুদুর রহমান খোন্দকার।

স্বাগত বক্তব্য রাখেন মরহুমের অপর পুত্র উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার ওসি মো: আব্দুছ ছালেক, মৌলভীবাজার জেলা সিপিবি সভাপতি কমরেড খন্দকার লুৎফুর রহমান, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিউল আলম শফি, সহকারী অধ্যাপক সি এম জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, বদরুল ইসলাম বদর ও জামাল হোসেন, প্রধান শিক্ষক ড. আব্দুল কাইয়ুম, বিআরডিবি চেয়ারম্যান ফজলুল হক ফজলু, জাসদ সভাপতি সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম টিপু, আওয়ামী লীগ নেতা সৈয়দ কলা মিয়া, মকদ্দছ আলী ও আব্দুল মনাফ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আতিকুর রহমান আখই, উপজেলা যুবলীগ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এনামুল হক মিফতা, পৌর ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান জনি, কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন বখশ ও মাহফুজুর রহমান প্রমুখ। সভাশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টে নিহতসহ ১৯৯২ সালের ২৮ আগস্ট নিহত মরহুম আব্দুল জব্বার স্মরণে দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আহসান উদ্দিন।

উল্লেখ্য, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্নেহধন্য, কেন্দ্রীয় কৃষক লীগের প্রাক্তণ (ভারপ্রাপ্ত) সভাপতি, কুলাউড়ার সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের আজীবন সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের সংগঠক, মরহুম আব্দুল জব্বার ১৯৯২ সালের ২৮ আগস্ট শোকের মাসে মাত্র ৪৭ (১৯৪৫-১৯৯২) বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।