জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এবং সাবেক সংসদ সদস্য আব্বাস আলী মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ ভোর সাড়ে ৪টায় সোহরাওয়ার্দী মেডিক্যালে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।
তিনি ১৯৭৫ পরবর্তীতে ১৯৯৮ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত জেলা আওয়ামী লীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
তিনি ২ পুত্র এবং ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তার ছোট ছেলে আরিফুর রহমান বর্তমানে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আব্বাস আলী মন্ডল একাদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি’র শ্বশুর।
—বাসস
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম