অনলাইন ডেস্ক :
দিনাজপুরের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা দিনাজপুর শহরের বড়গুড়গোলা নিবাসী আওয়ামী লীগ নেত্রী ভারতী নন্দী সরকার মারা গেছেন। দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গত বৃহস্পতিবার দিবাগত ১টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দুই ছেলে, নাতি, নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। ভারতী নন্দী সরকারের স্বামী প্রয়াত মিহির কুমার সরকার ছিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তার ছেলে শেখর কুমার সরকার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। অপর ছেলে শিমুল কুমার সরকার সরকারি চাকরিজীবী। শুক্রবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শহরের ফুলতলা শ্মশান ঘাটে গার্ড অব অনার শেষে বীর মুক্তিযোদ্ধা ভারতী নন্দী সরকারের শেষকৃত্য সম্পন্ন করা হয়। ভারতী নন্দী সরকার ১৯৯৬-২০০১ সালে দিনাজপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। এর আগে ১৯৭৪-১৯৭৮ সাল পর্যন্ত দিনাজপুর পৌরসভার প্রথম নারী কমিশনার ছিলেন তিনি। ৭৫-এর পর প্রায় ২২/২৩ বছর দিনাজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের কেদ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। ভারতী নন্দী সরকার ২০০১ সালের পর বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদকসহ কেদ্রীয় যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পদেও কাজ করেছন। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠা থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রেসিডিয়াম মেম্বার ছিলেন তিনি। এ ছাড়া তিনি দিনাজপুর সেন্ট যোসেফ স্কুলের সাবেক শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে সদর (দিনাজপুর -৩) আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি ভারতী নন্দী সরকারের আত্মার শান্তি কামনা করেছেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ধৈর্য ধারণের আহ্বান জানান।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি