April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 20th, 2021, 8:39 pm

সাবেক কাউন্সিলর রাজীবের জামিন নামঞ্জুর

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কারাবন্দি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের জামিন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। সোমবার (২০ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এসএম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি কাজী শামসুন নাহার কনা। ক্যাসিনোবিরোধী অভিযানের সময় গত বছর ১৯ অক্টোবর ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর জ্ঞাত আয় বহির্ভূতভাবে ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৯০৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগে ওই বছরের ৬ নভেম্বর সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা করে দুদক। এ মামলায় ঢাকার বিশেষ জজ আদালত ৬ ফেব্রুয়ারি তার জামিন আবেদন খারিজ করেন। এরপর হাইকোর্টে জামিনের আবেদন করা হয়।