জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় এলডিপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদের জামিন বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে দুই সপ্তাহের মধ্যে ঢাকার বিশেষ জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।
গত ৯ মার্চ দেয়া এই নির্দেশনার রায়ের অনুলিপি গতকাল বুধবার প্রকাশ পেয়েছে। রায়ে মামলা বাতিল চেয়ে তার করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি মামলাটির বিচার এক বছরের মধ্যে সম্পন্ন করতে বিশেষ জজ আদালতের বিচারককে বলা হয়েছে। একইসঙ্গে মামলার কার্যক্রমের ওপর ২০০৮ সালে দেয়া স্থগিতাদেশও প্রত্যাহার করে নেয়া হয়েছে।
২০০৭ সালের ১৯ ডিসেম্বর রমনা থানায় জ্ঞাত আয় বহির্ভূত দুই কোটি ৩০ লাখ ৯৭ হাজার টাকার সম্পদ ও এক কোটি ৩৬ লাখ ৫৫ হাজার ৮২৮ টাকার তথ্য গোপন করার অভিযোগে মামলা দায়ের করে দুদক। তদন্ত শেষে ২০০৮ সালের ৭ জুলাই অভিযোগপত্র দাখিল করা হয়। ওই বছর মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন রেদোয়ান আহমেদ। তখন হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করেন।
—ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম