March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 20th, 2022, 8:25 pm

সাবেক সচিব এটিএম শামসুল হক আর নেই

সাবেক সচিব ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য এটিএম শামসুল হক বুধবার রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত জটিলতায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৮।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম জানান, জনপ্রশাসন সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান শামসুল হক সকাল সাড়ে ৯টার দিকে বারডেম জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তিন মেয়ে রেখে গেছেন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জোহরের নামাজের পর ধানমন্ডিতে এই আওয়ামী লীগ নেতার প্রথম নামাজে জানাজা এবং দ্বিতীয় ও তৃতীয় নামাজে জানাজা যথাক্রমে কুমিল্লা ঈদগাহ ময়দানে এবং মাগরিবের নামাজের পর তার শিমপুর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।

এটিএম শামসুল হকের মৃত্যুতে বুধবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোকবার্তায় শেখ হাসিনা বলেন, শামসুল হক ছাত্রজীবন থেকেই বাংলাদেশ প্রতিষ্ঠার রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

তিনি বলেন, কর্মজীবনে তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তাছাড়া তিনি দীর্ঘদিন ধরে সেন্টার ফর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিরডাপ)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আওয়ামী লীগ সরকারের ১৯৯৬-২০০১ মেয়াদে তিনি মন্ত্রীর পদমর্যাদায় তিন বছর বাংলাদেশ সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

—-ইউএনবি