সাভারের আশুলিয়ার পলাশবাড়ীতে ঈদ বোনাস ও অতিরিক্ত ছুটির দাবিতে রবিবার নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
দুপুর ১২টার দিকে স্কাইলাইন গ্রুপের একদল শ্রমিক তাদের কারখানার সামনের রাস্তায় নেমে বিক্ষোভ করে এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়।
খবর পেয়ে শিল্প পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের কর্মস্থলে ফিরে যেতে বললে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া ও পাল্টা-ধাওয়া শুরু হয়।
পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। এতে ২০ জন আহত হয় বলে অভিযোগ করেছেন শ্রমিকরা।
সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে ও কারখানার চলাচলকারী অন্তত ১০টি গাড়ি ভাংচুর করে।
শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলে ঘণ্টাখানেক পর যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে আজ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আহত শ্রমিকদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন,এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
ঝামেলা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে আশুলিয়ার খেজুরবাগান এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা তাদের বিভিন্ন দাবিতে কাজ বন্ধ রেখেছেন।
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি