সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
রবিবার (৬ নভেম্বর) এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়দের দাবি, কিছুদিন আগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র হাসিবুল হাসান অন্তরকে কুপিয়ে হত্যা করে আরেক ছাত্র রাহাত ও তার লোকজন।
কিন্তু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার রাতে সাভারের বিরুলিয়া উপজেলার আকরাম বাজার এলাকায় দেড় শতাধিক দোকানে ভাঙচুর ও লুটপাট চালায় ড্যাফোডিলের শিক্ষার্থীরা।
পরে আজ বিকালে আশুলিয়ার চাঁনগাঁও এলাকার লোকজন জানমালের নিরাপত্তার দাবিতে আলোচনা সভা করেন।
কিন্তু রাতে সমাবেশের খবর শুনে শিক্ষার্থীরা লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে চাঁনগাও এলাকায় দুই শতাধিক দোকান ও বাড়িঘর ভাঙচুর করে, এতে অন্তত ২০ জন আহত হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি