সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কে মঙ্গলবার সকালে তেলের ট্যাংকার উল্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে।
নিহতরা হলেন- বরগুনা জেলার আবেদ আলীর ছেলে ট্রাক চালকের সহকারী মো. সাকিব (১৫) ও ট্রাক চালক হেলাল হাওলাদার (১৫)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম জানান, শতভাগ দগ্ধ অবস্থায় সাকিব হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাত ১টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাকিবের বড় ভাই মো. নাঈম জানান, সাকিব ৪ মাস আগে কাজ শুরু করেন।
তিনি আরও বলেন, ‘যতটুকু জেনেছি, তাদের ট্রাকে করে তরমুজ নিয়ে গাজীপুর কাঁচামালের আড়তে যাচ্ছিল। সংবাদ পাই সে আগুনে দগ্ধ হয়ে বার্ণ ইনস্টিটিউটে ভর্তি রয়েছে। পরে হাসপাতালে এসে দেখি তার গোটা শরীর পুড়ে গেছে।’
এদিকে শতভাগ দগ্ধ ট্রাক চালক হেলাল হাওলাদার (৩০) মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে মারা যান।
এর আগে মঙ্গলবার সকালে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে তেলের ট্যাংকার উল্টে অগ্নিকাণ্ডে ট্রাকের হেলপার ইকবাল দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় আরও ৯ জন আহত হন।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ে একটি প্রাইভেটকার, একটি সিমেন্টবোঝাই ট্রাক, একটি তরমুজবাহী ট্রাক ও একটি লরিতে।
আহত মিলন মোল্লা (২২), আল-আমিন (৩৫), নিরঞ্জন (৪৫), হেলাল (৩০), আবদুস সালাম (৩৫), সাকিব (১৫), মো. আল আমিন (২২), নজরুল ইসলাম (৪৫) ও মিমকে (১০) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নেওয়া হয়।
আহতদের মধ্যে নজরুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
—-ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি