November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 17th, 2022, 9:21 pm

সাভারে ৭টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

হাইকোর্টের নির্দেশে রবিবার সকালে সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে অবৈধ সাতটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে সাভার উপজেলা প্রশাসন।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম জনান, সকালে হাইকোর্টের নির্দেশে সাভারের তুরাগ এলাকায় লাইসেন্স না থাকায় শাহিন ব্রিকসকে দুই লাখ, কফিল ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান। এই সময় এনা ব্রিকস নামে একটি ইটভাটা ভেঙে দেয়া হয়।

এদিকে আমিনবাজার এলাকায় অবৈধভাবে গড়ে উঠা এবিসি ব্রিকস ও বিএমসি ব্রিকস ভেঙে দিয়েছেন আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা শিরিন। একই সময় বিভিন্ন অপরাধে এইচএমবি, একেবি ও সোনার বাংলা নামের তিনটি ইটভাটার মালিককে ৫০ হাজার করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও আশুলিয়ার শিমুলিয়া এলাকার রাঙ্গামাটি এলাকার মোল্ল্যা ব্রিকস ও নৈহাটি এলাকায় বাংলা ব্রিকস নামে দুটি অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন।

অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

—ইউএনবি