অনলাইন ডেস্ক :
বাংলাদেশ টেলিভিশনের বহুল দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। দেশের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, শিল্প-সাহিত্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ নানা বিষয়ই তুলে আনা হয় এই অনুষ্ঠানে। ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হয়েছে ইত্যাদির নতুন পর্ব। এ পর্বে পাওয়া যাবে চলচ্চিত্র ও টিভি নাটকের তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সাবিলা নূর ও নাজিফা তুষিকে। এসব তথ্য জানিয়েছেন অনুষ্ঠানটির সঞ্চালক হানিফ সংকেত। নানা আয়োজনে সাজানো হয়েছে এবারের ইত্যাদি। বিচিত্র এসব আয়োজনের একটি হচ্ছে ব্যাধি নিয়ে। এতে এ সময়ের জনপ্রিয় তিনজন অভিনেত্রীর সঙ্গে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক অভিনয় করবেন। হানিফ সংকেত বলেন- মরণব্যাধি ক্যানসারের মতো কিছু সামাজিক ব্যাধি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। এসব ব্যাধি দূর করতে সবার আগে আমাদের মানসিকতার পরিবর্তন ও বৈষম্য দূর করতে হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে ইত্যাদিতে প্রায়শই এসব অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য তুলে ধরা হয়। তারই ধারাবাহিকতায় ঈদের বিশেষ এই পর্বে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনয় তারকা আজমেরী হক বাঁধন, সাবিলা নূর ও নাজিফা তুষিকে দিয়ে তিনটি ভিন্ন ভিন্ন সামাজিক সচেতনতামূলক বক্তব্য অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হবে। উপস্থিত দর্শকদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শকের সঙ্গে তারকাদের তাৎক্ষণিক অভিনয় প্রাণবন্ত ও উপভোগ্য। ঈদুল ফিতরের পরের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর ‘ইত্যাদি’র এই পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে। বরাবরের মতো এবারের পর্ব রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। ফাগুন অডিও ভিশন নির্মিত ‘ইত্যাদি’র পৃষ্ঠপোষকতা করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ