April 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, January 8th, 2022, 1:11 pm

সামাজিক সমাবেশ বন্ধের পরামর্শ কারিগরি কমিটির

করোনা নিয়ন্ত্রণে সব ধরনের সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশ বন্ধের পরামর্শ দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি (এনটিএসি) ।

শুক্রবার (০৭ জানুয়ারি) কমিটির ৫০তম সভায় এ সুপারিশ করা হয় বলে এনটিএসি’র সভাপতি ড. মোহাম্মদ শহীদুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সম্প্রতি বাংলাদেশসহ সারা বিশ্বে করোনা সংক্রমণ ঊধ্বমুখী হওয়ায় কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করে।

করোনাভাইরাসের বিস্তাররোধে জনসমাগম, সভা-সমাবেশ বন্ধে পদক্ষেপ নেয়ার জন্যও সকলকে পরামর্শ দেয়া হয়েছে।

উপস্থিত সভার পরিবর্তে অনলাইন মিটিংয়ের ব্যবস্থা করা যেতে পারে বলে জানিয়েছে কমিটি।

সকল পয়েন্ট অফ এন্ট্রিতে স্ক্রিনিং, কোয়ারেন্টাইন ও আইসোলেশন আরও জোরদার করার সুপারিশ করেছে কমিটি। যত দ্রুত সম্ভব সকল শিক্ষার্থীকে টিকাদান কর্মসূচির আওতায় আনতে হবে।

দেশের শতভাগকে ফেস মাস্ক ব্যবহার, হাত ধোয়া ও সর্বত্র সামাজিক দূরত্ব নিশ্চিত করার কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংক্রমণ রেড়ে গেলে তা মোকাবিলায় হাসপাতাল প্রস্তুতি বিশেষ করে পর্যাপ্ত সাধারণ ও আইসিইউ শয্যা, পর্যাপ্ত অক্সিজেন সরবাহের ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছে কমিটি।

এছাড়া জরুরি পরিস্থিতিতে আইনি ব্যবস্থাসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরামর্শ দিয়েছে কমিটি।

—ইউএনবি