April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 23rd, 2021, 5:08 am

সাম্প্রদায়িক সহিংসতা: শাহবাগে হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদ

সনাতনীদের প্রতি বাংলাদেশে চলমান হত্যা, নির্যাতন, অগ্নি-সংযোগ, মন্দির ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদে শুক্রবার শাহবাগে মানববন্ধন করে বাংলাদেশ হিন্দু পরিষদ।

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে সম্প্রতি মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানিয়েছে ১০টি হিন্দু সংগঠনের শতাধিক হিন্দু ধর্মাবলম্বী। শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইসকনের নেতৃত্বে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় হিন্দু ফোরামের সাধারণ সম্পাদক মানিক সরকার বলেন, ‘হিন্দুদের আর দুর্বল মনে করবেন না। সকল হামলার জবাব আমরা রাস্তায় নেমে দেব।’

সনাতনীদের প্রতি বাংলাদেশে চলমান হত্যা, নির্যাতন, অগ্নি-সংযোগ, মন্দির ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদে শুক্রবার শাহবাগে মানববন্ধন করে বাংলাদেশ হিন্দু পরিষদ।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি তাপস পাল বলেন, ‘সারাদেশে হিন্দুদের ওপর হামলা, ভাঙচুর, হত্যা এবং আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলা পরিকল্পিতভাবে করা হয়েছে। কিন্তু সরকার ও প্রশাসন প্রতিরোধের পরিবর্তে ঘটনা ঘটার পর ব্যবস্থা নিয়েছে।’
এ সময় তিনি শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শাহবাগে অনশনের ঘোষণা দিয়েছেন।