মৌলভীবাজারের কমলগঞ্জে একটি ট্রেনের দুটি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় রবিবার সকাল থেকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ ফের বন্ধ রয়েছে।
এরআগে গতকাল ভোর ৫টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যান পার হওয়ার সময় ঝড়ের কবলে পড়া একটি গাছে ধাক্কা লেগে চট্টগ্রাম থেকে সিলেটগামী ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেয়।
প্রায় ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হলেও আজ আবার যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয়েছে।
ভানুঘাট রেলওয়ে স্টেশনের মাস্টার কবির আহমদ জানান, সকাল থেকে অপসারণের কাজ শুরু হওয়ায় সকাল ৯টা থেকে মৌলভীবাজার থেকে দেশের অন্যান্য স্থানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
কুলাউড়া রেলওয়ে জংশনের উপ-প্রকৌশলী মো. আনিসুজ্জামান বলেন, শিগগরিই লাইনচ্যুত বগি ও ইঞ্জিন অপসারণের কাজ শেষ হবে এবং ট্রেন চলাচল আবার শুরু হবে।
এদিকে দুর্ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে রেল বিভাগ।
শনিবার বিকালে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ঢাকা) শফিকুল ইসলামের নেতৃত্বে কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
—-ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক