November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 7th, 2021, 8:35 pm

সার্ক মানবাধিকার নেতৃবৃন্দের সাথে মালদ্বীপের হাই কমিশনার

বর্তমান বাংলাদেশ-মালদ্বীপের সম্পর্ক খুবই দৃঢ়। দুই দেশের বাণিজ্যিক, সাংস্কৃতিক ও যোগাযোগ ব্যবস্থা আগামী দিনে আরো অগ্রগতি হবে। দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক সমৃদ্ধির কেন্দ্রস্থল হবে বাংলাদেশ। কোভিড-১৯ সময়ে বাংলাদেশে বিভিন্ন সামাজিক সংগঠনের মানবিক কার্যক্রম দক্ষিণ এশিয়ায় দৃষ্টান্ত স্থাপন করেছে। এর মধ্যে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কার্যক্রম প্রশংসনীয় বলে মন্তব্য করেন মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামির। সোমবার (৬ ডিসেম্বর), ২০২১ সোমবার সকাল ১১ ঘটিকায় ঢাকাস্থ মালদ্বীপ হাইকমিশনে সংগঠনের মহাসচিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী ও প্রতিষ্ঠাতা পরিচালক ড. মুহম্মদ মাসুম চৌধুরী হাইকমিশনার শিরুজিমাথ সামির এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে সংগঠনের মহাসচিব আবেদ আলী বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারিভাবে মানবিক, সাংস্কৃতিক, বাণিজ্যিকসহ বিভিন্ন কার্যক্রমে মালদ্বীপ-বাংলাদেশ আরো উদ্যোগী হলে উভয় দেশ লাভবান হবে। বর্তমান সরকার কূটনৈতিক, বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে যথেষ্ট আন্তরিক। সাক্ষাতে দুই দেশের বন্ধুত্ব ও মানবাধিকার উন্নয়ন বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

-প্রেস বিজ্ঞপ্তি