April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 29th, 2021, 7:53 pm

সিঙ্গাপুরে একদিনে সংক্রমণের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক :

মাত্র কয়েক ঘণ্টার মধ্যে অস্বাভাবিক এক সংক্রমণের কারণে সিঙ্গাপুরে দৈনিক করোনা সংক্রমণের হার প্রথমবারের মতো ৫ হাজার ছাড়িয়েছে। গত বৃহস্পতিবার রাত ১২ পর্যন্ত ৫ হাজার ৩২৪ জন সংক্রমিত হয়েছেন। এর মধ্যে স্থানীয় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৬৫১ ও অভিবাসীদের মধ্যে আক্রান্তের সংখ্যা ৬৬১ জন। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ হিসেব দিয়েছেন। এদের মধ্যে ৬৬ জনকে নিবিড় পরিচর্যা ও৭৬ জনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন তারা। খবর এনডিটিভির। স্বাস্থ্য মন্ত্রণালয়ের (এমওএইচ) এক বিবৃতিতে বলা হয়েছে, গত (বুধবারের) সংক্রমণের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি। এসব সংক্রমণ বিকেলের কয়েক ঘণ্টার পরীক্ষায় ধরা পড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় অস্বাভাবিক এই সংক্রমণের দিকে নজর রাখছে। সিঙ্গাপুর যখন জনসাধারণের টিকাপ্রাপ্তি নিশ্চিত করেছে এবং সীমান্তগুলো খুলে দেয়ার পরিকল্পনা করছে, তখনিই নতুন করে কোভিডপ্রবণতা বৃদ্ধি পেতে শুরু করেছে। ফলে নভেম্বরের শেষদিক থেকে তারা সামাজিক সম্মেলন দুজনের মধ্যে সীমিত করে কঠোর লকডাউনের দিকে যাওয়ার কথা ভাবছে। কর্মকর্তারা বলেছেন, নিয়মগুলো তখনই শিথিল করা হবে, যখন দেখা যাবে পরিস্থিতির উন্নতি ঘটেছে এবং হাসপাতালগুলোর পরিস্থিতি স্থিতিশীল হয়েছে। বর্তমানে দেশটিতে সামগ্রিক আইসিইউ ব্যবহারের হার হল ৭৯.৮%। সপ্তাহের শুরু থেকে এটা শতকরা কয়েক পয়েন্ট কম। কিন্তু ১৯ অক্টোবর আক্রান্তের সংখ্যা প্রায় দুই-তৃতীয়াংশে উন্নীত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে, আগামী সপ্তাহে অতিরিক্ত ১০০টি আইসিইউ শয্যা প্রস্তুত হবে। গত বুধবার সিঙ্গাপুরে ১০ জন মারা গেছেন। এদের মধ্যে কেবল একজন ছাড়া বাকি সবাই ভ্যাকসিনের আওতার বাইরে ছিলেন।