অনলাইন ডেস্ক :
রক্ষণভাগে শক্তি আরও বাড়াল ম্যানচেস্টার সিটি। সুইজারল্যান্ডের ডিফেন্ডার মানুয়েল আকনজিকে বরুশিয়া ডর্টমুন্ড থেকে দলে আনল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ২৭ বছর বয়সী আকনজির সঙ্গে ৫ বছরের চুক্তি করার কথা বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানায় সিটি। ট্রান্সফার ফির বিষয়ে কিছু বলেনি সিটি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, অঙ্কটা ১ কোটি ৫০ লাখ থেকে ১ কোটি ৭০ লাখ পাউন্ড পর্যন্ত হতে পারে। এবারের দল-বদলে সিটিতে যোগ দেওয়া পঞ্চম ফুটবলার আকনজি। আর ডর্টমুন্ড থেকে দলটিতে আসা দ্বিতীয় ফুটবলার তিনি। এর আগে জার্মান ক্লাবটি থেকে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডকে দলে নেয় ইংলিশ ক্লাবটি। সুইজারল্যান্ডের ক্লাব বাসেলের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন আকনজি। ২০১৮ সালের জানুয়ারিতে ডর্টমুন্ডে যোগ দেন তিনি। দলটির হয়ে খেলেছেন ১৫৮ ম্যাচ। সুইজারল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৪১ ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। কাতার বিশ্বকাপে দলটির জায়গা করে নেওয়ার পথে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। গত পাঁচ মৌসুমে চারবার প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছে সিটি। দারুণ ছন্দে থাকা এই ক্লাবে যোগ দেওয়াকে সঠিক সিদ্ধান্ত মনে করছেন আকনজি। “এখানে আসতে পেরে আমি খুব আনন্দিত। মাঠে নামতে তর সইছে না। গত কয়েক মৌসুমে সিটি ইউরোপের সেরা দলগুলোর একটি। তাদের খেলা দেখতে দারুণ লাগে, রোমাঞ্চকর ফুটবল খেলে তারা এবং বছরের পর বছর ধরে তারা শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। তাই এখানে আসা আমার ক্যারিয়ারের জন্য সঠিক পদক্ষেপ মনে হচ্ছে।” “পেপ গুয়ার্দিওলা অসাধারণ একজন কোচ এবং দারুণ সব খেলোয়াড় রয়েছে দলে। তাই এটা আমার জন্য রোমাঞ্চকর এক সুযোগ। প্রিমিয়ার লিগে নিজেকে পরীক্ষার জন্য আমি সত্যিই মুখিয়ে আছি। এই ক্লাবের সফলতায় সাহায্য করার জন্য আমি আমার সর্বোচ্চটা দিব।” টানা তৃতীয় লিগ শিরোপার লক্ষ্যে আসর শুরু করা সিটি ৫ ম্যাচে ৪ জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুই নম্বরে আছে। পাঁচ ম্যাচের সবকটি জেতা আর্সেনাল ১৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা