অনলাইন ডেস্ক :
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাচ্ছেন বরুশিয়া ডর্টমুন্ডের নরওয়ে তারকা আর্লিং হ্যালান্ড। দুই পক্ষের কথাবার্তা ইতোমধ্যে অনেকটা এগিয়ে গেছে। দ্রুতই চুক্তি সাক্ষরিত হবে জানিয়েছেন স্প্যানিশ সাংবাদিক গুইলেম বালাগুয়ে। ইংলিশ গণমাধ্যম বিবিসিকে এমনটা জানিয়েছেন এই স্প্যানিয়ার্ড। বালাগুয়ে বিশ্বাস করেন ২১ বছর বয়সী হ্যালান্ডের সঙ্গে সিটি একমতে পৌঁছাবে। বিবিসিকে তিনি বলেন,’আমি অনুভব করছি, হ্যালান্ড ম্যানসিটিতে আসবে। এখনো চুক্তি হয়নি তবে উভয় পক্ষই চুক্তির খুব কাছাকাছি। ‘ হ্যালান্ডকে দলে নিতে আগ্রহী দুই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কিন্তু ফরাসি স্ট্রাইকার করিম বেনজিমার অমানবিক ফর্ম রিয়াল কর্তৃপক্ষ হয়তো সে ভাবনা থেকে সরে এসেছে। বার্সেলোনাও এ বিষয়ে আর এগোয়নি। এই সুযোগেই হ্যালান্ডকে নিজেদের করে নিতে চায় ম্যানচেস্টার সিটি, এমনটাই মনে করছেন এই সাংবাদিক। চলতি মৌসুমেও দারুণ ফর্মে আছে হ্যালান্ড। জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচে করেছেন ২৫ গোল।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা