অনলাইন ডেস্ক :
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনির কেন্দ্রস্থলে একটি সাত তলা ভবনে ছড়িয়ে পড়া ভয়াবহ আগুন কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা গেলেও এখনও পুরোপুরি নেভানো যায়নি। জরুরি বিভাগের কর্মীরা ভবনটির আশপাশের এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছেন। টেলিভিশনের ফুটেজে সিডনির কেন্দ্রস্থ রেলস্টেশনের কাছে একটি ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের চেষ্টার দৃশ্য দেখা গেছে।
আগুনে ভবনটির কাছাকাছি পার্ক করে রাখা একটি গাড়িও জ¦লতে দেখা গেছে। “আমার নির্বাচনী এলাকার সারি হিলসে ভয়াবহ আগুন। দয়া করে নিরাপদ জায়গায় থাকুন এবং জরুরি বিভাগের নির্দেশনা শুনুন,” টুইটারে এক বিবৃতিতে আইনপ্রণেতা তানিয়া প্লিবারসেক এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু