ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে দেশের ৪১৯টি ইউনিয়নে ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।
মঙ্গলবার ঘূর্ণিঝড় সিত্রাং পরবর্তী সার্বিক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
এসময় এনামুর রহমান বলেন, সিত্রাং প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি। খুব দ্রুতই উপকূলীয় এলাকা অতিক্রম করেছে। ছয় হাজার ৯২৫টি আশ্রয়কেন্দ্রে ১০ লাখ লোককে আশ্রয় দিতে পেরেছি। রাত ১০টায় এটি আঘাত হানার পর দ্রুতই এটি দুর্বল হয়ে যায়। লোকজন আশ্রয়কেন্দ্র ছেড়ে চলে যায়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, শুরু থেকেই সিত্রাং এলোমেলো আচরণ করতে শুরু করে। বারবার পাল্টাতে থাকে গতিপথও। তাই এর গতিবিধি ঠিকমতো বোঝা যায়নি। আসতে পথে বৃষ্টি ঝরিয়ে নিজের শক্তি ক্ষয় করেছে। এসেছে দ্রুত, চলেও গেছে দ্রুত।
—ইউএনবি
আরও পড়ুন
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
কমতে শুরু করেছে কুড়িগ্রামের নদীর পানি, ভাঙন আতঙ্কে মানুষ
দিনাজপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২