অনলাইন ডেস্ক :
বছরের শেষদিন মুক্তি পাচ্ছে মীর সাব্বির পরিচালিত প্রথম ছবি ‘রাত জাগা ফুল’। বৃহস্পতিবার দুপুরে অভিনেতা মীর সাব্বির জানালেন, স্টার সিনেপ্লেক্সসহ দেশের মোট ২৫টি হলে সিনেমাটি মুক্তির বিষয় চূড়ান্ত হয়েছে। মীর সাব্বির বলেন, ‘সিনেপ্লেক্সের সবগুলো শাখায় মুক্তি পাচ্ছে রাত জাগা ফুল। এ ছাড়া যমুনা ব্লকবাস্টার, শ্যামলী, মধুমিতা, বর্ষা, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, চট্টগ্রামের সুগন্ধা, যশোরের মনিহারসহ সোট ২৬টি হলে মুক্তি পাচ্ছে ছবিটি। আশা করি সবাই হলে এসে ছবিটি দেখবেন।’ ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘রাত জাগা ফুল’। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য মীর সাব্বির নিজেই লিখেছেন। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আবু হুরায়রা তানভীর ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী। ছবিটি নিয়ে মীর সাব্বির বলেন, ‘এই ছবির গল্প মাথার ওপর দিয়ে যাবে না। রোমান্টিক একটা গল্প। দেশের গল্প, প্রকৃতির গল্প। ছবিটা দেখার পর মনে হবে, সুন্দর একটা গল্প দেখলাম। সিনেমায় যা যা থাকা দরকার তার, সবই এতে আছে। আমি দর্শকদের তৃপ্তি দিতেই রাত জাগা ফুল বানিয়েছি।’ প্রকাশের পর ইতোমধ্যে আলোচনায় এসেছে ছবিটির গান। যে গানগুলো করছেন মমতাজ, এস আই টুটুল, হৃদয় খান, রাহুল আনন্দ, অবন্তী সিঁথি, কলকাতার নচিকেতা। সিনেমাটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ