April 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 13th, 2022, 7:45 pm

সিনেমা ছাড়ার ইঙ্গিত দিলেন বর্ষা

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি অভিনেতা-প্রযোজক অনন্ত জলিল ও অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাদের ‘দিন: দ্য ডে’ সিনেমাটি। এদিকে শুরু থেকে নানা কারণে আলোচনায় থাকলেও মুক্তির পর সিনেমাটি নিয়ে সমালোচনাই বেশি হচ্ছে। সিনেমার বাজেট, গল্প, ভিএফএক্স, সংলাপ প্রভৃতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য করেছেন অনেকেই। আর এতেই ক্ষিপ্ত হয়ে সিনেমা ছাড়ার ইঙ্গিত দিয়েছেন নায়িকা বর্ষা। মঙ্গলবার সন্ধ্যায় ‘দিন: দ্য ডে’ সিনেমার প্রচারে রাজধানীর একটি প্রেক্ষাগৃহে যান বর্ষা। এই সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। ‘দিন: দ্য ডে’ সিনেমার সমালোচনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন এই অভিনেত্রী। পাশাপাশি ক্ষোভ প্রকাশ করে জানান, এটিই হতে পারে তার ও অনন্ত জলিলের শেষ সিনেমা। বর্ষা বলেছেন, “অনেকেই বলছে, আমরা আমাদের গার্মেন্টস কর্মী এনে সিনেমা দেখাচ্ছি। কীভাবে সম্ভব মানুষ দেশে গিয়েছে তারা ঈদ করার জন্য, কীভাবে লোক পাব এখন, এটা কি হতে পারে! ‘নেত্রী: দ্য লিডার’ আমরা শুটিং করেছি, হতে পারে এটা শেষ না করতে পারি, এটাই আমাদের জীবনের শেষ সিনেমা। এরপর আমরা আর করব না, যদি মানুষ এভাবে আমাদের ছোট করে, ছোট করার চেষ্টা করে গায়ের জোরে। আর কিছু বলতে চাই না।” তাদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে নেতিবাচক কথা ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন বর্ষা। এই চিত্রনায়িকার অভিযোগ: ‘একটা বিষয় খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, সেটা যে কে বা কারা জানি না নেগেটিভ কিছু কথাবার্তা তারা ইচ্ছাকৃতভাবে প্রচার করার চেষ্টা করছে। বিশেষ করে আমার সিনেমা বাদ দিয়ে আমাদের ব্যক্তিগত স্বার্থে আমাদের ডাউন করা চেষ্টা করছে। আসলে আমি খুব কষ্টই পেলাম ভালো জিনিস কেন মানুষ প্রশংসা করতে পারে না?’ ‘দিন: দ্য ডে’ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও সিনেমাটিতে ইরান ও লেবাননের শিল্পীরা অভিনয় করেছেন।