সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত প্রাইভেটকারের চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার নরসিংহপুর গ্রামের জসিম উদ্দিন (৬৫), তার স্ত্রী ময়না খাতুন (৬০) তাদের দুই ছেলে জামাল উদ্দিন (৪৫) ও কামাল উদ্দিন (৪০)।
উল্লাপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. নুরুল ইসলাম বাবু জানান, রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহীগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং প্রাইভেটকারে থাকা চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় প্রাইভেটকারের চালক গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চারজনের লাশ উদ্ধার করে সলঙ্গা থানায় নিয়ে যাওয়া হয়েছে।
সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. তাজউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
——ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি