November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 2nd, 2022, 8:58 pm

সিরাজগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ১১০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ২

ফাইল ছবি

সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির ১১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও বিস্ফোরক আইনে বৃহস্পতিবার রাতে উপপরিদর্শক (এসআই ) শাহা আলম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ইতোমধ্যে এ মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পৌর এলাকার যুবদল ও ছাত্রদলের খায়রুল ইসলাম নবিন (১৯) ও মেহেদী হাসান (২৮)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, ‘বৃহস্পতিবার সকালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ শেষে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেয় ও ককটেল বিস্ফোরণ ঘটায়। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া টিয়ার শেল ও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।’

তিনি আরও জানান, ‘এ সময় পুলিশ ৫২ রাউন্ড রাবার বুলেট ও ৫ রাউন্ট টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে সাতজন পুলিশসহ কমপক্ষে ২৭ জন আহত হয়। বৃহস্পতিবার সকালের এ ঘটনার পর ওইদিন রাতে বিএনপির ১১০ নেতাকর্মীর নাম উল্লেখ করে সংশ্লিষ্ট থানায় এ মামলা দায়ের করা হয়েছে।’

ওসি বলেন, এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

—-ইউএনবি