সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার সলঙ্গা থানার নলকা সেতুর পশ্চিমপাড় ফুলজোড় ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার জগইল গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী চাঁন বানু (৫০), সিরাজগঞ্জ শহরের ফজল খান রোডের রীপন শেখের স্ত্রী জলি আক্তার (২৫) এবং তার ৭ মাস বয়সি মেয়ে নিহাল।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিরাজগঞ্জ থেকে হাটিকুমরুলগামী যাত্রীবাহী একটি লোকালবাস বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সলঙ্গা থানার নলকা সেতুর পশ্চিমপাড় ফুলজোড় ডিগ্রি কলেজের সামনে বিপরীতমুখী একটি অটোরিকশাকে চাপাদিলে এ দুর্ঘটনা ঘটে। এতে চাঁন বানু ঘটনাস্থলেই মারা যান এবং জলি এবং তার শিশুকন্যা গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আশঙ্কাজনক অবস্থায় মা ও শিশুকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মা ও শিশুরও মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, বাস ও অটোরিকশাটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।
—-ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক