May 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 4th, 2024, 9:11 pm

সিরাজগঞ্জে শ্রেণিকক্ষে শিক্ষকের গুলিতে মেডিকেল ছাত্র গুলিবিদ্ধ

সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে গুলি করেছেন এক শিক্ষক।

আরাফাত আশিক তমাল (২৩) নামে ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বগুড়া জেলার ধানসিঁড়ি নাটাইপাড়া মহল্লার বাসিন্দা।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনার পর শিক্ষক ড. রায়হান সাদিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের বরাত দিয়ে তিনি বলেন, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ক্লাস চলছিল।

এই ক্লাসে ওই শিক্ষক শিক্ষার্থীদের পরীক্ষায় ফেল করানোর হুমকি দেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এরপরই শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তৃতীয় বর্ষের ওই শিক্ষার্থীর পায়ে গুলি করেন তিনি।

এ ঘটনায় মেডিকেল কলেজ হাসপাতাল ও আশপাশের এলাকায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আমিরুল হোসেন চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

এদিকে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আশপাশের এলাকায় টহল জোরদার করা হয়েছে।

—–ইউএনবি