হাতের চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারছেন না বাংলাদেশের বাঁহাতি পেস বোলার শরিফুল ইসলাম।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চলমান চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ব্যাট করতে নেমে ডান হাতে আঘাত পান শরিফুল।
জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম জানিয়েছেন, শরিফুল ইসলাম ব্যাটিংয়ের সময় ডান হাতে চোট পেয়েছেন। তার এক্স-রে তে পাঁচ নাম্বার মেটাকারপাল হাড়ের গোড়ায় একটি ফ্র্যাকচার দেখা গেছে।
তিনি জানান, এই ধরণের ফ্র্যাকচার ঠিক হতে তিন সপ্তাহ সময় লাগে। তাই শরিফুল প্রায় চার থেকে পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন।
উল্লেখ্য, ২৩ মে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
—ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান