November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 28th, 2022, 6:26 pm

সিলেটের বন্যার্ত কুষ্ঠ রোগীদের আর্থিক সহায়তা প্রদান ও আলোচনা সভা

জেলা প্রতিনিধি, সিলেট:

সিলেট অঞ্চলের বন্যাকবলিত এলাকার কুষ্ঠ রোগীদের আর্থিক সহায়তা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮জুন) সকালে সিলেট সিভিল সার্জন অফিসের সার্বিক সহযোগিতায় ও নেপ্রা বাংলাদেশ’র আর্থিক সহায়তায় সিভিল সার্জন অফিসের হলরুমে এই সহায়তা প্রদান ও আলোচনা সভা হয়। এসময় উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, নেপ্রা বাংলাদেশ’র কান্ট্রি ডাইরেক্টর ডা. ডেভিড পাহান, সিলেট সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আহমদ সিরাজুম মুনীর, নেপ্রা বাংলাদেশ’র মনিটরিং কর্মকর্তা শ্যামল কুমার চৌধুরী, সিলেট সিভিল সার্জন অফিসের প্রোগ্রাম অর্গানাইজার মো. আব্দুল আউয়াল, এরিয়া সুপারভাইজার মো. জিয়াউর রহমান, সিলেট সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বণিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- সিলেট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আহমেদ শাহরিয়ার।
নেপ্রা বাংলাদেশ’র কান্ট্রি ডাইরেক্টর ডা. ডেভিড পাহান আলোচনা সভায় জানান, বন্যার্ত সিলেট-সুনামগঞ্জের ৬৫০ জন কুষ্ঠ রোগীর আর্থিক ও পুনর্বাসনে সহায়তা প্রদান করা হবে। এর অংশ আজ হিসেবে প্রথম পর্যায়ে সিলেট সদর উপজেলা ও কুষ্ঠ হাসপাতালের ১৭৫ জন রোগীকে ৩২০০ টাকা করে প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে এই সহায়তা। নেপ্রা বাংলাদেশ’র কুষ্ঠ ও বাত রোগীদের নিয়ে কাজ করার দীর্ঘ মেয়াদী পরিকল্পনা রয়েছে।