April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 17th, 2021, 8:04 pm

সিলেটে এইচ এস সি পরিক্ষার্থীদের করোনা টিকা দান কর্মসূচীর উদ্বোধন

সিলেটে এইচ এস সি পরিক্ষার্থীদের করোনা টিকা দান কর্মসূচীর উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট মহানগরের প্রত্যেকটি স্কুল-কলেজের ২০২১ সালের এইচ এস সি পরিক্ষার সকল শিক্ষার্থীরা পর্যায়ক্রমে করোনার ভাইরাসের টিকা পাবেন। নগরের ৪টি কেন্দ্রে ২৩ নভেম্বর ২০২১ পর্যন্ত এই টিকাদান কর্মসূচী পরিচালিত হবে। প্রত্যেক পরিক্ষার্থীরা নিজ নিজ স্কুল-কলেজের সাথে যোগাযোগ করে নির্ধারিত কেন্দ্রে নির্ধারিত তারিখে করোনা ভাইরাসের টিকা গ্রহনের আহবান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।
সিলেটে এইচ এস সি পরিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা দান কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সিসিক মেয়র বলেন, শিক্ষার্থীদের মধ্যে যারা আগে টিকা নিয়েছেন তারা পূনরায় টিকা গ্রহন করবেন না। এতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। আর যারা টিকার প্রথম ডোজ এরই মধ্যে গ্রহণ করেছেন এবং ২য় ডোজ পরিক্ষা চলা কালীন সময়ে পড়েছে তারা ২৮ দিনের অদিক হলে পরিক্ষার পরে টিকা নিতে পারবেন।
বুধবার (১৭ নভেম্বর ২০২১) সকালে সিলেট সরকারী মহিলা কলেজের এইচ এস সি পরিক্ষার্থী মাইসা সাবিহাকে টিকা দানের মধ্যদিয়ে শুরু এই কর্মসূচী।
টিকাদান কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, সিলেট সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীমা চৌধুরী, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হিমাংশু লাল রায়, শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) আব্দুল মান্নান খান, সিলেট জেলা সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল ও সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।
কর্মসূচীর প্রথম দিনে সিলেট সরকারী মহিলা কলেজের ৪৫১ জন শিক্ষার্থী এবং সিলেট এম সি কলেজের ৪০৬ জন শিক্ষার্থীকে টিকাদানের লক্ষমাত্রা রয়েছে। এছাড়া ১৮ নভেম্বর ২০২১ তারিখ থেকে সিলেট সরকারী মডেল স্কুল এন্ড কলেজ ও আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রেও এইচ এস সি শিক্ষার্থীদের দিকাদান কর্মসূচী শুরু হবে।
২৩ নভেম্বর ২০২১ পর্যন্ত চলবে এই কর্মসূচী।
সিলেট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে উইমেন্স মডেল কলেজ, সেন্ট্রাল উইমেন কলেজ, ব্রিটানিকা উইমেন কলেজ, মেট্রো সিটি উইমেন কলেজ, মঈন উদ্দিন আর্দশ মহিলা কলেজ, সরকারি অগ্রগামী বালিকা স্কুল এন্ড কলেজ ও সিলেট সরকারী মহিলা কলেজের এইচ এস সি শিক্ষার্থীদের নির্ধারিত তারিখে টিকা দেয়া হবে। এম সি কলেজ কেন্দ্রে স্কলার্সহোম মেজরটিলা, সিলেট সরকারি কলেজ, শাহজালাল সিটি কলেজ, জালালাবাদ কলেজ, সার্ক কলেজ, জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ ও ইউনিভার্সেল কলেজ ও এম সি কলেজের এইচ এস সি শিক্ষার্থীদের নির্ধারিত তারিখে টিকা দেয়া হবে।
সিলেট সরকারী মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে কমার্স কলেজ, স্কলার্সহোস শাহীঈদগাহ, ইডেন গার্ডেন কলেজ, গ্রীনহিল স্টেইট কলেজ, সিলেট সেন্ট্রাল কলেজ, স্টেইট কলেজ, সীমান্তিক কলেজ ও সিলেট সরকারী মডেল স্কুল এন্ড কলেজের এইচ এস সি শিক্ষার্থীদের নির্ধারিত তারিখে টিকা দেয়া হবে।
এবং আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে আব্দুল গফুর ইসলামী আদর্শ স্কুল এন্ড কলেজ, স্কলার্সহোম গার্লস কলেজ, আইডিয়াল কলেজ, ওয়েস্ট পয়েন্ট স্কুল এন্ড কলেজ, সিলেট সেন্ট্রাল কলেজ, সিলেট ক্যামব্রিয়ান কলেজ, ব্রিটিশ বাংলা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, শাহখুররম কলেজ, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ , ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ ও আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের এইচ এস সি শিক্ষার্থীদের নির্ধারিত তারিখে টিকা দেয়া হবে।