November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 1st, 2023, 3:24 pm

সিলেটে জাতীয় যুব দিবস পালন

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেটে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।  সোমবার (১ নভেম্বর) বেলা ১১টায় জেলা পরিষদের হল রুমে জাতীয় যুব দিবস-২০২৩ উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, সনদপত্র প্রদান ও যুব ঋণের চেক,সবজি বীজ, অনুদানের সেলাই মেশিন বিতরণী অনষ্ঠিত হয়।

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল।

সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সিসিক কাউন্সিলর তোফায়েল আহমেদ শেফুল, জাতীয় যুব পুরষ্কার প্রাপ্ত সংগঠক নজরুল ইসলাম, সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, হলিআর্ট যুব উন্নয়ন সংস্থার সভাপতি আশফাক আহমদ,বাংলাদেশ এক্স ক্যাডেট ফোরামের আহবায়ক সারওয়ার আলম মিতুন,সিলেট আলোকিত সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শারমিন আক্তার ,ফ্রি ল্যান্সার পপি আক্তার।জাতীয় যুব পুরষ্কার প্রাপ্ত ক্বারী ফয়ছল আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচীত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটর উপ-পরিচালক রফিকুল ইসলাম শামীম। গীতা পাঠ করেন তপেশ্বর গৌর দাশ। অনুষ্ঠানে প্রশিক্ষণ সনদপত্র এবং উদ্যোক্তাদের মধ্যে যুব ঋণের চেক,সবজি বীজ ও অনুদানের সেলাই মেশিন , ও ফ্রি ল্যান্সারদের মধ্যে ইকুইপমেন্ট বিতরণ করা হয়।

পরে জেলা পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তর ও মুজিব জাহান রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত ও সিলেট আলোকিত সমাজ কল্যাণ সংস্থা ও ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্ভোধন করেন বিভাগীয় কমিশনার সহ অন্যান্য অতিথিবৃন্দ। এসময় রক্তদানকারী অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা, কয়ছর আহমদ কাওছার,শেখ আবরারুর রহমান তাসিনকে সনদপত্র প্রদান করা হয়। আলোচনা শেষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সিলেটের যুব সংগঠকরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মোঃ আমিনুজ্জামান চৌধুরী।

জাতীয় যুব দিবসের শুরুতে বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসুচীর উদ্ভোধন করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। এসময় এক বর্ণাঢ্য র্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মিলিত হয়।