November 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 10th, 2023, 3:31 pm

সিলেটে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন কঠোর বার্তা

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এখন পর্যন্ত কেউ মারা না গেলেও চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৬ শতাধিক। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ সমন্বয় কমিটির সভায় ডেঙ্গু নিয়ন্ত্রণে ‘কঠোর বার্তা’ দিয়েছে জেলা প্রশাসন। আগামী রবিবার (১৩ আগস্ট) সিলেটজুড়ে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্ব স্ব উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে এবং এ বিষয়ে প্রতি মসজিদে সচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে ও স্থানীয় সরকার সিলেট বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোবারক হোসেনের পরিচালনা অনুষ্ঠিত সভায় সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়নেও সরকারি নির্দেশিকা মোতাবেক কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে বলে জানানো হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী- আগামী রবিবার সকালে সিলেট সিটি কর্পোরেশন, সিলেট জেলার সকল উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নে একযোগে সকল দপ্তর, শিক্ষা-প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক-বীমা, শপিং মল ও বাসাবাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। আগামী ১ মাস মসজিদে যোহর ও এশার আযানের আগে এবং জুমআর নামাজের খুৎবায় ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত সতর্কবার্তা প্রচারের নির্দেশনা প্রদান করা হয়।
জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, প্রচার-প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধি করার বিষয়ে গুরুত্বারোপ করেন। সভা পরিচালনা করেন স্থানীয় সরকার সিলেট বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোবারক হোসেন।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত), মোহাম্মদ মোবারক হোসেনের সঞ্চালনায় সভায় সিভিল সার্জন, পুলিশ সুপারের প্রতিনিধি, এলজিইডির নির্বাহী প্রকোশলী, সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা, পৌরসভার মেয়রবৃন্দ; বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধি; সিলেট চেম্বারের সভাপতি, ক্যাব সিলেট; ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, জেলা আনসার কমান্ডেন্টের প্রতিনিধি; বিএনসিসি, স্কাউট ও গার্লস গাইডের প্রতিনিধি; এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।