জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট নগরীর রিকাবীবাজারস্হ স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেশিয়ামে দুদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) সকালে মোহাম্মদ আলী জিমনেশিয়ামে ফিতা কাটার মাধ্যমে সিলেট জেলা প্রশাসন আয়োজিত দুইদিন ব্যাপি “ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২” এর শুভ উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান এর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই এর যুগ্ন পরিচালক মিজ নাহিদ সুলতানা মল্লিক, অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেন।
দু’দিনব্যাপি মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। পাশাপাশি মেলা চলাকালে ই-কমার্স ও আউটসোর্সিং বিষয়ক দু’টি সেমিনার অনুষ্ঠিত হবে।
৩টি প্যাভিলিয়নে ৪৫টি স্টলে সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। সরকারি ই-সেবা প্যাভিলিয়নে ই-পর্চা আবেদন গ্রহণ ও ডেলিভারি, ব্যাংক, বীমাসহ সকল আর্থিক প্রতিষ্ঠানে ই-সেবাসমূহ, বিআরটিএ অনলাইন লাইসেন্স কার্যক্রম, অনলাইন পাসপোর্ট আবেদন গ্রহণ, ই-টিআইএন রেজিস্ট্রেশন, ডিজিটাল সেন্টারের স্টল হতে মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিংসহ ১০৭ সেবা এবং ডাক বিভাগের অনলাইন কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে।
মেলায় কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বিশেষ অনলাইন র্যাফেল ড্র এর ব্যবস্থা রয়েছে। মেলায় সরকারি ই-সেবা, শিক্ষা, ই-কমার্স, তরুণ উদ্ভাবক-প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি