জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট অঞ্চলে আধুনিক পদ্ধতিতে ভাসমান বেডে বছরব্যাপী সবজি ও মসলা চাষ শীর্ষক এসএ/এসএএও প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিএআরআই) সিলেটের উদ্যোগে গত ১ জানুয়ারী শনিবার দুপুরে বিএআরআই সিলেট অফিসে অনুষ্ঠিত হয়।
ভাসমান বেডে সবজি ও মসলা চাষ জনপ্রিয়করণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ মোস্তাফিজুর রহমান তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএআরআই পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. রীনা রাণী সাহা।
বিএআরআই সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকতা ড. মাহমুদুল ইসলাম নজরুল এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএআরআই আকবরপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হায়দার হোসেন, সাইট্রার্স রির্সাস সেন্টার জৈন্তাপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শাহ মোঃ লুৎফুর রহমান।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি