April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 20th, 2023, 4:07 pm

সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

জেলা প্রতিনিধি, সিলেট :

সারাদেশের মতো সিলেটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় রেড ক্রিসেন্ট সিলেট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান ও সকাল ১০টায় নগরের ধোপাদিঘীর পূর্বপারস্থ বিনোদিনী নগর মাতৃ সনদে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
সিলেটের সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার এর সভাপতিত্বে ও সিভিল সার্জনের কার্যালয়ের এমও সিএস ডা. স্বপ্নীল সৌরভ রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল।
এ সময় উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নূরুল আলম খান, রেড ক্রিসেন্ট সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার, যুব প্রধান পলাশ গুন, উপ যুব প্রধান-২ বদরুল আজাদ শুভ, কার্যকরী সদস্য শামীমা ইসলাম শিলা, যুব সদস্য কুলসুমা বেগম সাথী।
যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়সী এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এদিকে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প দ্বিতীয় পর্যায় এ ক্যাম্পেইনে সিলেট নগরীতে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল পাবে ৭৮ হাজার ১২৯ জন শিশু।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এ বছর সিলেট সিটি করপোরেশন এলাকায় স্থায়ী ও অস্থায়ী মোট কেন্দ্রের সংখ্যা থাকবে ৩৪৮টি। সিলেট সিটি কর্পোরেশন আয়োজনে জাতীয় পুষ্টি সেবা পুষ্টি স্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান সাহিত্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে কর্মশালায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।
প্রসঙ্গত, সিলেট নগরের স্থায়ী-অস্থায়ী সর্বমোট ৩৪৮টি কেন্দ্রে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল। ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৮৬৫ ও ১২ মাস থেকে ৫ বছর বয়সী ৬৯ হাজার ২৬৪ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল। সুষ্ঠুভাবে এ কার্যক্রম সম্পন্ন করতে ৬৯৬ জন স্বেচ্ছাসেবী কাজ করবে।
একইদিনে জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪৬ হাজার ৯৫৬ ও ১২ মাস থেকে ৫ বছর বয়সী ৩ লক্ষ ৮৮ হাজার ১৭৩ জনকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস।