November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 15th, 2021, 9:18 pm

সিলেটে মুক্তাক্ষরের উদ্যোগে জনসচেতনতামূলক স্টিকারের মোড়ক উন্মোচন

জেলা প্রতিনিধি, সিলেট :
মহামারি করোনা মোকাবেলায় জনসচেতনতার কোন বিকল্প নেই। নিয়মিত সাবান ও স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করা, মাস্ক পড়া, শারিরীক দুরত্ব মেনে চললেই করোনা থেকে রক্ষা পাওয়া সম্ভব। তাই জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে মুক্তাক্ষর।
বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তাক্ষর আয়োজিত জনসচেতনতা মূলক স্টিকার প্রকাশের আয়োজন করে। গত ১৫ ডিসেম্বর বেলা ১টায় ইলেকট্রিক সাপ্লাই বিদ্যুৎ অফিস বিক্রয় বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম স্টিকারটির মোড়ক উন্মোচন করেন। সে সময় উপস্থিত ছিলেন মুক্তাক্ষরের সভাপতি মো.নুরুল আমিন, সদস্য মনিরুল ইসলাম মিন্টু ও মুক্তাক্ষরের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রশিক্ষক বিমল কর। স্টিকারটি বিজয় দিবসে সবার হাতে পৌঁছে দিতে মুক্তাক্ষরে সকল শাখার শিক্ষার্থীরা প্রস্তুতি নেয়।
উল্লেখ্য যে; সম্মেলিত সাংস্কৃতিক জোট আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিকেল ৩.৩০ মিনিটে মুক্তাক্ষরের শিক্ষার্থীরা দলগত পরিবেশন নিয়ে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের মঞ্চে উপস্থিত থাকবে।