November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 6th, 2023, 1:44 pm

সিলেটে রেডক্রিসেন্ট সোসাইটির কর্মশালা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেটে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ও ড্যানিশ রেডক্রসের আর্থিক সহযোগিতায় এবং বিডিআরসিএস-এর ফাইন্যান্স ডিপার্টমেন্ট আয়োাজিত ফাইন্যান্স টেনিং অন টালি সফটওয়ার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা (৬ জানুয়ারি) শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশ বলেন, দুর্যোগ-দুর্বিপাক মোকাবিলা করে দেশকে এগিয়ে নেবার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের জন্যে অনুকরণীয় আদর্শ। একইভাবে দেশকে এগিয়ে নিতে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠনের পদক্ষেপের ধারাবাহিকতায় রেডক্রিসেন্ট সোসাইটির ডিজিটাল ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম প্রশিক্ষণের আয়োজন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিলের সভাপতিতে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি সোসাইটির পরিচালক (অর্থ) এ এইচ এম মাইনুল ইসলাম মিলন, রেইনবো সফটওয়ার কোম্পানির এমডি মো. মোয়াজ্জেম হোসেন শাহ, পরিচালক মাহবুব হাসান টুটুল, রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক উপপরিচালক আব্দুস সালাম, সিলেট ইউনিট লেভেল অফিসার নাজির শিকদার প্রমুখ। উক্ত প্রশিক্ষণে চট্টগ্রাম সিটি ইউনিট, নেত্রকোনা জেলা ইউনিট, কিশোরগঞ্জ জেলা ইউনিট, হবিগঞ্জ জেলা ইউনিট , সিলেট জেলা ইউনিট -এছাড়া রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল, মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজসহ পাঁচটি জেলা ইউনিটের ইউএলও, যুব সদস্য ছাড়াও হিসাব শাখার কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদেরকে প্লানিং শেয়ারিং অফ ডিজিটাল ফাইনেন্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয় ।