November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 3rd, 2022, 8:18 pm

সিলেটে সড়ক দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, সিলেট:

সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ে কারের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার চারখাই ইউনিয়নের আদিনাবাদ এলাকার সেতুর কাছে দ্রুত গতির কার তাঁকে ধাক্কা দিয়ে ফেলে যায়।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষকের নাম বাহার উদ্দিন (৪০)। তিনি কানাইঘাট উপজেলার মন্তাজ গন্জের নারাইন পুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন থেকে চারখাইয়ে লজিং থেকে তিনি শিক্ষকতা করে আসছিলেন। এ ঘটনায় পুরো চারখাই এলাকার শোকের ছায়া মেনে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী একটি কার যাত্রিবাহী বাসকে ওভারটেক করে পথচারী শিক্ষক বাহার উদ্দিনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন ছুটে এসে সড়কে ছিটকে পড়া শিক্ষককে দ্রুত সময়ের মধ্যে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে খবর শুনে চারখাই পুলিশ ফাঁড়ির দায়িত্বশীল ফয়সল আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে রয়েছে।