May 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 7th, 2024, 3:44 pm

সিলেটে হরতাল সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ, আ.লীগ নেতা আহত

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেটে হরতালের সমর্থনে মিছিল থেকে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এসময় এক আওয়ামী লীগ নেতাকে পেটানোর ঘটনা ঘটেছে বলেও জানা যায়।

রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় নগরীর পাঠানটুলায় এঘটনা ঘটে। এসময় পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রেও হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। হামলায় আওয়ামী লীগের সদস্য বশির খান লাল আহত হয়েছেন।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা সজিব ও রাসেলের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন বশির খান লাল।

সিলেট মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মখলিছুর রহমান কামরান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের এজেন্টকে হামলা করেছে। আমরা চিকিৎসার জন্য বশিরকে হাসপাতালে পাঠিয়েছি।

তবে এ অভিযোগ অস্বীকার করেছে বিএনপি। সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র সদস্য সিরাজ খান বলেন, আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হরতালের দ্বিতীয় দিনে শান্তিপূর্ণ মিছিল নিয়ে বের হলে পুলিশ গুলি করে। এসময় আমাকেসহ আমার এলাকার বিভিন্ন বাসাবাড়িতেও গুলি চালায় পুলিশ।

তিনি বলেন, পুলিশি হামলায় আহত হয়ে আমি রাগীব রাবেয়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর আজবাহার আলী শেখ বলেন, পাঠানটুলা স্কুলের ভোট কেন্দ্র দখলের চেষ্ট করেছিলো স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আমরা তাৎক্ষণিক এসে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।