May 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 26th, 2024, 7:36 pm

সিলেটে ১৪০ বস্তা ভারতীয় চিনি জব্দ, ৩ চোরাকারবারী আটক

সিলেট নগরীর জালালাবাদ থানার টুকেরবাজার থেকে ১৪০ বস্তা ভারতীয় চিনিসহ ৩ চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটকরা হলো- ছাতক থানার কাশিপুর গ্রামের বাসিন্দা বর্তমানে সিলেট নগরের সুবিদবাজারে বসবাসরত মৃত শফিক উল্লাহর ছেলে সাইদুল হক, জালালাবাদ থানার মইয়ারচর গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে মো. সোহেল রানাও নগরীর বনকলাপাড়ার মৃত আছদ্দর আলীর ছেলে জাকির হোসেন। এসময় বাবুল নামের একজন ও অজ্ঞাত ট্রাকচালক পালিয়ে যায়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া কর্মকর্তা) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জালালাবাদ থানার তেমুখী বাইপাস পয়েন্টস্থ রাস্তার মোড়ে মহাসড়কের উপর পুলিশের চেকপোস্ট দেখে দুটি মোটরসাইকেল ও ১টি হাইড্রোলিক ট্রাক গতিপথ পাল্টানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাকে ভারতীয় চিনি রয়েছে বলে জানায় তারা। পরে ঘটনাস্থলে ১৪০ বস্তা চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনির মূল্য আনুমানিক ৭ লাখ টাকা।

এ ঘটনায় উপপরিদর্শক (নিরস্ত্র) লিটন চন্দ্র নাথ বাদী হয়ে তাদের বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা একটি মামলা দায়ের করেছেন।

আটক আসামিদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম কর্মকর্তা) মোহাম্মদ সাইফুল ইসলাম।

—–ইউএনবি