April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 22nd, 2021, 8:29 pm

সিলেটে ১৫ বছর পর চালু হচ্ছে ‘শেখ হাসিনা শিশু পার্ক’

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেটের আলমপুরে স্থাপিত জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক আগামী ২৫ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে চালু করতে যাচ্ছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। বিষয়টি মঙ্গলবার গণমাধ্যমকে জানিয়েছে সিসিক।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর সিসিকের ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণায় মেয়র আরিফুল হক চৌধুরী জানান, জননেত্রী শেখ হাসিনা শিশু পার্কে অবকাঠামো উন্নয়ন প্রকল্প খাতে আরও ২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পার্কটির উন্নয়ন কাজ প্রায় শেষ পর্যায়ে। অচিরেই পার্কটি উদ্বোধন করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার আলমপুরে পার্ক নির্মাণের কাজ শুরু হয় প্রায় ১৫ বছর আগে। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে মাটি ভরাট, সীমানা প্রাচীর নির্মাণ, বৈদ্যুতিক সাব-স্টেশন স্থাপন, দৃষ্টিনন্দন তোরণ নির্মাণসহ পার্কের যাবতীয় কাজ শেষ হয়। কিন্তু, পূর্ণতা পায়নি পার্কটি।
২০১৭ সালের ৭ নভেম্বর থেকে পার্কে রাইড বসানোর কাজ শুরু হয়। রাইড বসানোর পর দীর্ঘ প্রায় ৪ বছর পেরিয়ে গেলেও চালু করা হয়নি পার্কটি।
সিসিক সূত্রে জানা যায়, গত ১৫ বছরে এ পার্কে প্রায় ২৫ কোটি টাকা খরচ হয়েছে। পার্কে ইতোমধ্যে ২০টি রাইড বসানো হয়েছে। এর মধ্যে ম্যাজিক প্যারাস্যুট, মনোরেল, ভিজিটিং ট্রেন, রেলগাড়ি, পাইবেটশিপ, স্নিপার, সিসরাইড, বোট, টুইস্টার, বাম্পার কার, ফ্রুট ফ্লাইং চেয়ার, নাগরদোলা, ফ্যারসেল ও জাম্পিং ফ্রগসহ বেশ কয়েকটি রাইড উল্লেখযোগ্য।
সিসিকের প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান জানান, পরীক্ষামূলকভাবে আগামী ২৫ সেপ্টেম্বর পার্ক চালু করা হবে। সব ঠিক থাকলে পরীক্ষামূলক চালুর অল্প দিনের মধ্যে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এরপর পুরোদমে চালু করা হবে ‘জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক’।
পার্কটি পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ. কে. আব্দুল মোমেনের উদ্বোধনের কথা রয়েছে বলে জানান তিনি।