April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 18th, 2022, 8:32 pm

সিলেট প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেটে প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সুবিদবাজারস্থ ক্লাব ভবনে এ ইফতার মাহফিলে নগরীর রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তা, সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়।
মহাফিলে মোনাজাত পরিচালনা করেন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. মুর্শেদ আহমদ চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ, জেলা প্রশাসক মো. মজিবর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট রেঞ্জের এসপি মো. জেদান আল মুসা, সিলেট মহানগর আওয়ামী লীগের সভপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান চৌধুরী, সিলেটের জিপি অ্যাডভোকেট রাজ উদ্দিন, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক।
এছাড়া জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহ-সভাপতি জগদীশ চন্দ্র দাশ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, বাংলাদেশ বেতার সিলেটে কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মো. তারিক, এনএসআই’র উপ-পরিচালক তারেকুল ইসলাম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফুর রহমান, ডিজিএফআই’র সহকারী পরিচালক মো. লোকমান হোসেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।
নর্থইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সিলেটের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম, ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক মাহবুবুর রহমান, সাবেক ব্যাংকার সাইফুল ইসলাম।

এছাড়া ক্লাবের সাবেক সভাপতি আহমেদ নূর ও ইকরামুল কবিরসহ ক্লাব সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সহসভাপতি এম এ হান্নান ও আবদুল কাদের তাপাদার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো, রেনু, কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, সহসাধারণ সম্পাদ আহমাদ সেলিম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মারুফ আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, কার্যনির্বাহী সদস্য আশকার ইবনে আমীন লস্কর রাব্বি ও মো. আব্দুর রাজ্জাক।
ইফতার মাহফিলের শুরুতে ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় দুই বছর পর সাংবাদিকদের সঙ্গে সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও সরকারি সিনিয়র কর্মকর্তাদের উপস্থিতিতে এ আয়োজন সম্ভবপর হয়েছে। মাহফিলে যোগ দেওয়ায় উপস্থিত সকলকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।