April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 2nd, 2023, 12:51 pm

সিসিক’র দুটি স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেট সিটি কর্পোরেশনের ৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে সিসিকের নিজস্ব ব্যবস্থাপনায়, ইউনিসেফের সহযোগিতায় ২টি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে চালু হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ ২০২৩) সকালে ২টি স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
অনুষ্টানে তিনি বলেন , শিশুদের প্রাথমিক স্বাস্থ্য সেবা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা, টিকাদান কর্মসূচী সহ স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেয়া হবে এসব স্বাস্থ্য সেবা কেন্দ্রে। অবিলম্বে সিলেট মহানগরের সকল ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করা হবে। নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে আরও ২টি স্বাস্থ্য সেবা কেন্দ্র কাজ শুরু করেছে। শীঘ্রই নগরে আরো ৩টি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করা হবে বলে জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর ফরহাদ চৌধুরী, কাউন্সিলর রাশেদ আহমদ, সংরক্ষিত কাউন্সিলর কুলসুমা বেগম পপি, সংরক্ষিত কাউন্সিলর শাহানারা বেগম, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সহ ইউনিসেফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।